আত্মঘাতী বোমা হামলায় সোমালিয়ার প্রখ্যাত সাংবাদিক আবদি আজিজ মহামুদ গুলেদ ওরফে আবদি আজিজ আফ্রিকা নিহত হয়েছেন। স্থানীয় সময় গত শনিবার সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে এ হামলার ঘটনায় আহত হয়েছেন চারজন। জঙ্গিগোষ্ঠী আল শাবাব হামলার দায় স্বীকার করেছে।
আবদি আজিজ সরকারি মালিকানাধীন রেডিও চ্যানেলের হয়ে কাজ করতেন। ঘটনার দিন একটি রেস্টুরেন্টে যাওয়ার পর হামলার শিকার হন তিনি। আবদি আজিজের চাচাতো ভাই আবদুল্লাহি নূর বলেন, হামলার পর হাসপাতালে নেওয়ার পথে আবদি আজিজ মারা যান।
হামলার দায় স্বীকার করে আল শাবাব জানায়, দীর্ঘদিন ধরেই মুজাহিদীনরা আবদি আজিজকে খুঁজছে। মুজাহিদীনের মৃত্যুর সঙ্গে তিনি জড়িত। নিজেদের মতো ইসলামিক আইনে দেশ চালানোর জন্য দীর্ঘদিন ধরেই এমন হামলা করে আসছে সংগঠনটি।