মুন্সিগঞ্জের বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া নেওয়ায় দাবিতে মানববন্ধন করেছে শ্রীনগর সরকারি কলেজ ছাত্রলীগ। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার চকবাজার ব্রিজের ওপর এই মানববন্ধন হয়।
শ্রীনগর কলেজ ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম রাব্বির নেতৃত্বে মানববন্ধনে অংশ নেন ছাত্রলীগের নেতা-কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, শ্রীনগর কলেজটি মুন্সিগঞ্জে জেলার মূল পয়েন্টে ও শিক্ষার মান ভালো হওয়ার কারণে অনেক দূরদূরান্ত থেকে ছাত্র-ছাত্রীরা এখানে পড়ালেখা করার জন্য আসে। দূর থেকে আশা শিক্ষার্থীদের বাসে যাতায়াত করতে হয়। সম্প্রতি বাসের হেলপার ও চালকেরা তাঁদের সঙ্গে খারাপ আচরণ করেন এবং শিক্ষার্থীদের বাসে ওঠাতে অনীহা প্রকাশ করে। এ ছাড়া তাঁদের থেকে অর্ধেক ভাড়া না নিয়ে সম্পূর্ণ ভাড়া নেয়। এ নিয়ে প্রতিবাদ করতে গেলে ছাত্র-ছাত্রীদের লাঞ্ছিত হতে হয় বাসের হেলপার কন্টাকটরদের হাতে। এ বিষয়ে স্থায়ী সমাধান দাবি করেন মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা।