হোম > ছাপা সংস্করণ

সড়ক ধসে পড়ছে পুকুরে

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের একটি পাকা সড়ক ধসে পুকুরে পড়ে যাচ্ছে। এতে সড়কটি সরু হয়ে গেছে। ভাঙা অংশ দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। সড়কটি শিগগির সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এটি পাঁচ থেকে ছয় বছর আগে নির্মাণ করা হয়। ভাঙন দেখা দেয় দুই বছর আগে। এখনো একটু একটু করে ধসে পড়ছে। এটি কৃষি নির্ভরশীল এলাকা হওয়ায় পণ্যবাহী ট্রাক যাতায়াত করে এ সড়কে। এ ছাড়া সড়কটি দিয়ে এক উপজেলা থেকে অন্য উপজেলায় যাতায়াত করতে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে।

গত রোববার সরেজমিনে দেখা যায়, সড়কের এক পাশের প্রায় ১০০ মিটার অংশ ধসে পড়েছে পুকুরে। পুকুরটি পাট্টা মধ্যপাড়া গ্রামের গফুর বিশ্বাসের। তবে তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ সময় স্থানীয় গৃহবধূ মোছা. রোজিনা আক্তার বলেন, আগে থেকেই এখানে পুকুর ছিল। সড়কটি পাঁচ-ছয় বছর আগে পাকা করা হয়েছে। আর প্রায় দুই বছর আগে সড়কটিতে ভাঙন শুরু হয়। এখনো ধসে পড়ছে।

মো. জাকির হোসেন বলেন, ‘ভাঙতে ভাঙতে রাস্তাটি চিকন হয়ে গেছে। দিনে দিনে রাস্তা নাই হয়ে যাচ্ছে। প্রায়ই এখানে গাড়ি উল্টে পুকুরে পড়ে।’

ভ্যানচালক আব্দুর রশিদ বলেন, ‘আমরা এই পুকুরের কাছে এসে আস্তে গাড়ি চালাই। তার পরও আমি নিজেই একবার ভ্যানসহ যাত্রী নিয়ে পুকুরে উল্টে পড়েছিলাম। জায়গাটি খুব বিপজ্জনক। এক সাথে দুটি গাড়ি ঢোকা যায় না। একটি গেলেও অনেক ঝুঁকি।’

আলমসাধুচালক কাদের বলেন, ‘এ সড়ক দিয়ে সাওরাইল বাজার থেকে পাংশা যেতে স্বল্প সময় লাগে তাই এই সড়ক দিয়ে যাই। বর্তমানে সড়কটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। শিগগির সড়কটি মেরামত করা দরকার।’

ইউনুস আলী বিশ্বাস নামের একজন স্থানীয় বাসিন্দা বলেন, ‘সড়কটি দ্রুত সংস্কার করা প্রয়োজন এবং সংস্কারের আগে পুকুরের সাইডে অবশ্যই প্যারাসাইট দিয়ে নিতে হবে। তা না হলে আবার পুকুর ভেঙে পড়বে। আমাদের ভোগান্তির শেষ হবে না।’

জানতে চাইলে পাট্টা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আব্দুর রব মুনা বিশ্বাস বলেন, সড়কটি সংস্কার করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’

এ বিষয়ে পাংশা উপসহকারী প্রকৌশলী মো. আব্দুল হাকিম বলেন, ‘সড়ক ধসে যাওয়ার বিষয়টি আমার জানা নেই। সরেজমিনে দেখে সড়কটি রিপেয়ারিংয়ের কর্তৃপক্ষের কাছে আবেদন করা হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ