হোম > ছাপা সংস্করণ

বৃদ্ধের হারিয়ে যাওয়া টাকা উদ্ধার করল পুলিশ

দুর্গাপুর প্রতিনিধি

দুর্গাপুর উপজেলায় এক বৃদ্ধের হারিয়ে যাওয়া টাকা ও প্রয়োজনীয় দ্রব্যাদি উদ্ধার করে দিয়েছে পুলিশ। হারানো টাকা ফিরে পেয়ে বেজায় খুশি মোসলেম উদ্দিন (৭০)। তিনি দুর্গাপুর উপজেলার মাড়িয়া ইউপির শাহবাজপুর গ্রামের বাসিন্দা।

গত মঙ্গলবার রাত ৮টার দিকে মোসলেম উদ্দিনের টাকা, প্রয়োজনীয় দ্রব্যাদি ও ওষুধের ব্যাগ তাঁর হাতে তুলে দেন দুর্গাপুর থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) বিনয় কুমার।

মোসলেম উদ্দিন বলেন, ‘জামাইয়ের বাড়ি উপজেলার কাশিপুর থেকে অটোগাড়িতে চড়ে বাড়ি আসছিলাম। আমার ব্যাগে ছিল ১০ হাজার টাকা, প্রয়োজনীয় দ্রব্যাদি ও ওষুধ। গাড়ি থেকে নেমে দেখি, ব্যাগটি নেই। পরে অনেক খোঁজাখুঁজি করে ব্যাগটি না পেয়ে বাড়ি চলে যাই। থানায় যোগাযোগ করলে পুলিশের এসআই আমাকে টাকা ও ওষুধের ব্যাগ বুঝিয়ে দেন। আমি পুলিশের কাছে কৃতজ্ঞ।’

থানার উপপরিদর্শক (এসআই) বিনয় কুমার বলেন, ‘সাব্বির ইসলাম নামের এক শিক্ষার্থী আমাকে থানায় এসে জানায় যে রাস্তার মধ্যে একটি টাকার ব্যাগ কুড়িয়ে পেয়েছেন তিনি। কিন্তু এক ব্যক্তি তাঁর কাছ থেকে সেটা ছিনিয়ে নিয়েছেন। পরে আমি তাঁর সঙ্গে ঘটনাস্থলে গিয়ে ব্যাগটি উদ্ধার করে ওই বৃদ্ধকে ফিরিয়ে দিই।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ