২৫ বছর পেরিয়ে ২৬ বছরে পা দিল নাট্যদল ‘প্রাচ্যনাট’। এ উপলক্ষে আজ সন্ধ্যা ৭টায় নাটক সরণির মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে রয়েছে নাটক ‘আগুনযাত্রা’। নাটক শুরুর আগে থাকছে থিয়েট্রিক্যাল পারফরম্যান্স এবং প্রাচ্যনাটের নাটকের পোস্টার প্রদর্শনী। ‘আগুনযাত্রা’ প্রাচ্যনাটের ৪১তম প্রযোজনা। ভারতের নাট্যকার মহেশ দাত্তানির ‘সেভেন স্টেপ অ্যারাউন্ড দ্য ফায়ার’ অবলম্বনে ‘আগুনযাত্রা’ অনুবাদ করেছেন শহীদুল মামুন। রূপান্তর ও নির্দেশনায় আজাদ আবুল কালাম। অভিনয়ে শাহেদ আলী, কাজী তৌফিকুল ইসলাম ইমন, শর্মী, রকি খান প্রমুখ।