হোম > ছাপা সংস্করণ

কমেছে করোনা শনাক্ত সচেতনতায় মাইকিং

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানে করোনা শনাক্ত একদিনের ব্যবধানে কিছুটা কমেছে। তবে বেড়েছে শনাক্তের হার। গত ২৪ ঘণ্টায় (গত শনিবার সকাল ৮টা থেকে গতকাল রোববার সকাল ৮টা পর্যন্ত) ৬৫ জনের নমুনা পরীক্ষায় ২১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ছিল ৩৭ দশমিক ৫০ শতাংশ। তবে ২৪ ঘণ্টায় জেলায় করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।

এর আগে গত শনিবার সকালে জেলা স্বাস্থ্য বিভাগ থেকে প্রকাশিত করোনা প্রতিবেদন সূত্রে জানা গেছে, আগের ২৪ ঘণ্টায় জেলায় ১০১ জনের নমুনা পরীক্ষায় ৩৬ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ৩৫ দশমিক ৬৪ শতাংশ।

বান্দরবানের সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা গতকাল সকালে এসব তথ্য নিশ্চিত করেন।

সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২১ জনের মধ্যে লামার আটজন, সদরের সাতজন, রোয়াংছড়ির চারজন, রুমার একজন এবং আলীকদমের একজন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে তিনজন ভর্তি হয়েছেন। এঁরা সবাই বান্দরবান সদর হাসপাতালে ভর্তি আছেন। নতুন তিনজনসহ বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন মোট সাতজন। এর মধ্যে সদর হাসপাতালে ছয়জন এবং লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, জেলায় বর্তমানে ২১৩ জন করোনা রোগী রয়েছে।

অংসুই প্রু মারমা বলেন, করোনার শুরু থেকে এ পর্যন্ত জেলায় ১৩ হাজার ৪৫৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

এদিকে করোনার সংক্রমণরোধে জেলা প্রশাসন গতকাল দুপুরে জেলা সদরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ ছাড়া সচেতনতায় মাইকিং করা হয়।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ