পার্বত্য চুক্তির মৌলিক ধারা বাস্তবায়ন হয়নি অভিযোগ করে ক্ষোভ প্রকাশ করেছে আঞ্চলিক সংগঠন জনসংহতি সমিতি। গতকাল বৃহস্পতিবার সকালে পার্বত্য চট্টগ্রাম চুক্তির দুই যুগপূর্তি উপলক্ষে মারমা উন্নয়ন সংসদে আয়োজিত আলোচনা সভায় এই ক্ষোভ জানায় সংগঠনের নেতারা। এ সময় ভূমি সমস্যা নিরসন, ভারত প্রত্যাগত শরণার্থীদের পুনর্বাসনসহ তিন পার্বত্য জেলা পরিষদের নির্বাচনের দাবি জানিয়েছেন নেতারা।
২ ডিসেম্বর উদ্যাপন কমিটির আহ্বায়ক আরাধ্য পাল খীসার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমা) কেন্দ্রীয় সভাপতি সুভাষ কান্তি চাকমা। এ সময় জেএসএসের কেন্দ্রীয় সহসভাপতি বিভূ রঞ্জন চাকমা, সাংগঠনিক সম্পাদক প্রণব চাকমা, খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক সিন্ধু কুমার চাকমা, যুব সমিতির কেন্দ্রীয় সভাপতি জ্ঞান চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) সভাপতি রাজ্যময় চাকমাসহ সংগঠনের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন।
আলোচনা সভায় জেলার বিভিন্ন উপজেলার নেতা-কর্মীরা যোগ দেন।