বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন সেতু থেকে ইছাখালী পর্যন্ত সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল রোববার সকালে উপজেলার হারিন্দা গাবতলা এলাকায় ‘রূপগঞ্জ ইউনিয়নের নিপীড়িত জনগণ’ ব্যানারে এ মানববন্ধন হয়।
মানববন্ধনে উপজেলার হারিন্দা, ভিংরাবো, ভক্তবাড়ি, পিতলগঞ্জ, মধুখালীসহ বিভিন্ন এলাকার দুই শতাধিক বাসিন্দা অংশ নেন। এ সময় তাঁরা আগামী ২৬ মার্চের মধ্যে সড়ক সংস্কারের দাবি জানান। না হলে এশিয়ান হাইওয়ের কাঞ্চন সেতু অবরোধের হুঁশিয়ারি দেন তাঁরা।