যশোর প্রতিনিধি
৮ দিন পর যশোরে নতুন করে ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। সর্বশেষ গত ১০ ডিসেম্বর জেলায় ৬ জনের করোনা শনাক্ত হয়েছিল। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এনএফটি বিভাগের চেয়ারম্যান ও পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার গতকাল রোববার এ তথ্য জানিয়েছেন।
শিরিন নিগার আরও জানান, এর আগে ১০ ডিসেম্বর যশোরের ৭৩ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের নমুনাতে করোনা শনাক্ত হয়েছিল। জেলায় এখনো পর্যন্ত কারও নমুনাতে ওমিক্রণের ভাইরাস মেলেনি।