চট্টগ্রামের মিরসরাইয়ে মাহমুদা আক্তার (২১) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তাঁর পাশ থেকে একটি চিরকুট পাওয়া গেছে। গত শনিবার দুপুরে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের জনার্দ্দনপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, একই এলাকার সৌদিপ্রবাসী মঈনুল ইসলাম রাসেলের স্ত্রী মাহমুদা আক্তার। তাঁদের ৭ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। মঈনুল গত শুক্রবার রাতে ফোনে স্ত্রী মাহমুদাকে জানান তিনি ঢাকার শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন। রাতে শ্বশুরবাড়ি ঢাকায় উঠবেন। গত শনিবার সকালে শ্বশুরকে নিয়ে রওনা দেবেন।
শনিবার মাহমুদা তাঁর মেয়েকে স্কুল দিয়ে আসেন। দুপুর মেয়ে ঘরের দরজা খোলা পেয়ে ঘরে ঢুকে মায়ের ঝুলন্ত মরদেহ দেখে কান্নাকাটি করেন। এরপর বাড়ির লোকজন এসে জোরারগঞ্জ থানায় খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
জোরারগঞ্জ থানা–পুলিশ মরদেহ উদ্ধার করে গতকাল রোববার সকালে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। বেলা ১টায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানায় পুলিশ।