আগামী ১৭ ডিসেম্বর রাঙামাটিতে প্রথমবারের মতো ‘নাভানা রাঙামাটি হাফ ম্যারাথন-২০২১’ অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য অধিদপ্তর ও জাতিসংঘ জনসংখ্যা তহবিলের সহযোগিতা এবং রাঙামাটি রানার্স ও মেডিসিন ক্লাবের যৌথ আয়োজনে এ ম্যারাথন হবে।
রাঙামাটি রানার্সের পরিচালক রাজেশ চাকমার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয় দুই ক্যাটাগরিতে দেশের বিভিন্ন এলাকা থেকে দুই শতাধিক দৌড়বিদ এ ইভেন্ট অংশ নেবেন।
এর মধ্যে ২১ দশমিক ১০ কিলোমিটার হাফ ম্যারাথন ক্যাটাগরির দৌড়বিদরা রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণ থেকে শুরু করে নারিকেল বাগান হর্টিকালচার সেন্টারে গিয়ে দৌড় শেষ করবেন।
আর ১০ কিলোমিটার (মিনি ম্যারাথন) ক্যাটাগরির দৌড়বিদরা রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণ থেকে শুরু করে নারিকেল বাগান হর্টিকালচার সেন্টারে দৌড় শেষ করবেন।