হোম > ছাপা সংস্করণ

হামলা-মামলার আসামির প্রার্থিতা বাতিলের দাবি

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মেলান্দহে ৯টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন হবে আগামী ২৮ নভেম্বর। ইউপি নির্বাচনে অংশ নেওয়া ঘোষেরপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী মামুনুর রশিদের নামে হামলা ও ভাঙচুরের মামলা বিচারাধীন রয়েছে। তাই তার প্রার্থিতা বাতিল চান মামলার বাদী বাবুল মিয়া। গতকাল রোববার সকালে মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির হল রুমে এক সংবাদ সম্মেলনে মামলার বাদী বাবুল মিয়া এই দাবি করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাবুল মিয়া বলেন, আমাদের বাড়ি ও ভিটার জমি নিয়ে ইউপি সদস্য প্রার্থী মামুনুর রশিদের (জয়নাল) সঙ্গে বিরোধ চলছিল।

বিরোধের জেরে আমাদের ২০১৯ সালের ১১ জুন রাতে আমাদের ওপর হামলা ও ঘর বাড়িতে ভাঙচুর চালায়। হামলায় আমাদের ৭ জন লোক আহত হন। পরে জামালপুর সদর হাসপাতালে ৫ দিন চিকিৎসাধীন অবস্থায় ছিলাম। একই বছরের ১৪ জুন মেলান্দহ থানায় ইউপি সদস্য প্রার্থী মামুনুর রশিদসহ ১১ বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সেই মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।

হামলা ও ভাঙচুর মামলার আসামি কীভাবে জনপ্রতিনিধি হবেন। তিনি জনপ্রতিনিধি হলে এলাকায় অশান্তি সৃষ্টি হবে। আমাদের এলাকা ছাড়ার ও হত্যার হুমকি দিচ্ছে। আমরা এলাকায় শান্তিতে বসবাস করতে চাই। এইটা আমাদের চাওয়া। মেম্বার প্রার্থী মামুনুর রশিদ বলেন, মামলা আদালতে বিচারাধীন অবস্থায় রয়েছে। উপজেলা নির্বাচন কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, আমাদের কাজ সম্পন্ন হয়ে গেছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ