জাতীয় ক্রিকেট লিগে খেলার জন্যই টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুতেই দেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল আমিনুল ইসলাম বিপ্লবকে। কিন্তু যে ‘উদ্দেশে’ পাঠানো, সেই বোলিংয়ে সাফল্য পাচ্ছেন না এই লেগ স্পিনার। বিপ্লব তাই আলো ছড়াচ্ছেন ব্যাটিংয়ে।
গতকাল দ্বিতীয় দিন শেষে রাজশাহীর বিপক্ষে ৬৫ রানে অপরাজিত আছেন বিপ্লব। আগের দুই ম্যাচেও পেয়েছিলেন ফিফটি। বিপ্লবের ব্যাটে চড়ে ৬ উইকেট হারিয়ে ৩৫৩ রান তুলে ফেলেছে ঢাকা মহানগর।
বরিশালের বিপক্ষে মাহমুদুল হাসান জয়ের সেঞ্চুরিতে রানপাহাড়ে ছুটছে চট্টগ্রাম। দ্বিতীয় দিন শেষে ৪ উইকেটে ৩৬৪ রান মুমিনুলের দলের। ঢাকা-সিলেট এবং খুলনা-রংপুরের ম্যাচ দুটিতে সমানতালে লড়াই হচ্ছে।