হোম > ছাপা সংস্করণ

স্কুল মাঠে নির্মাণসামগ্রী

প্রতিনিধি, নিয়ামতপুর (নওগাঁ)

নওগাঁর নিয়ামতপুরে বিদ্যালয়ের মাঠে নির্মাণসামগ্রী রাখায় দুই বছর ধরে খেলাধুলা করতে পারছে না শিক্ষার্থীসহ স্থানীয় কিশোর-তরুণেরা।

সরেজমিনে দেখা যায়, উপজেলার ভাবিচা ইউনিয়নের চাপড়া উচ্চবিদ্যালয় মাঠের অর্ধেকের বেশি অংশজুড়ে রাখা আছে ইটের খোয়া, ইট ও বালুর পাশাপাশি তালগাছের গুঁড়ি। মাঠে চলাচল করছে ভ্যান গাড়ি।

স্থানীয় খেলোয়াড় পলাশ বলেন, ‘চাপরা স্কুল মাঠে নির্মাণসামগ্রী রাখায় প্রায় দুই বছর ধরে খেলাধুলা করতে পারছি না। অন্য মাঠে গিয়ে খেলতে হচ্ছে। স্কুলের আশপাশে অনেক জায়গা থাকলেও মাঠের মধ্যেই নির্মাণসামগ্রী রাখায় সমস্যা হচ্ছে।’

এ বিষয়ে চাপড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মুকছেদ আলী জানান, বিদ্যালয়ের ভবন নির্মাণ করার জন্য মাঠ ব্যবহার করা হচ্ছে। ভবনের কাজ শেষ হলে মাঠ পরিষ্কার করে দেওয়া হবে।

ঠিকাদারি প্রতিষ্ঠান রাব্বানী ট্রেডার্সের স্বত্বাধিকারী রাব্বানী বলেন, ‘চাপরা এলাকায় প্রাথমিক ও উচ্চবিদ্যালয়ের কাজ পাশাপাশি চলছে। চাপড়া উচ্চবিদ্যালয়ের নির্মাণসামগ্রী মাঠে রয়েছে।’

যোগাযোগ করা হলে নিয়ামতপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। মাঠে নির্মাণসামগ্রী রাখলে দ্রুত অপসারণের ব্যবস্থা করা হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ