হোম > ছাপা সংস্করণ

দুই প্রার্থীর সমান ভোট আবার নির্বাচন

লামা (বান্দরবান) প্রতিনিধি

বান্দরবানের লামা উপজেলার গজালিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সংরক্ষিত ৪, ৫ ও ৬ নম্বর মহিলা ওয়ার্ডে দুই প্রার্থী সমান সংখ্যক ভোট পেয়েছেন। তাই এই ইউপিতে এই পদে কাউকে জয়ী ঘোষণা করা হয়নি। এখানে এই দুই প্রার্থীর মধ্যে আবার ভোটগ্রহণ হবে আগামী ২৪ নভেম্বর। উপজেলা নির্বাচন কর্মকর্তা গত শনিবার এ তথ্য নিশ্চিত করেন।

নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে লামা উপজেলার সাতটি ইউপিতে নির্বাচন সম্পন্ন হয়। এ নির্বাচনে উপজেলার গজালিয়া ইউপির ৪, ৫ ও ৬ নম্বর সংরক্ষিত মহিলা ওয়ার্ডে দুই প্রার্থীর ফলাফল সমান হওয়ায় এ ওয়ার্ড থেকে কাউকে মহিলা সদস্য পদে বিজয়ী ঘোষণা করা হয়নি।

এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আলমগীর হোসাইন বলেন, লামার গজালিয়া ইউপির ৪, ৫ ও ৬ নম্বর সংরক্ষিত মহিলা ওয়ার্ডের পুনর্নির্বাচন আগামী ২৪ নভেম্বর। নির্বাচনে প্রার্থীদের আগের প্রতীক বহাল থাকবে। যথানিয়মে নির্বাচন সম্পন্ন হবে বলে তিনি জানান।

এদিকে লামার গজালিয়া ইউপির ৪, ৫ ও ৬ নম্বর সংরক্ষিত মহিলা ওয়ার্ডের নির্বাচনের ফল পাল্টানোর অভিযোগ আনার পরও কার্যকরী কোনো পদক্ষেপ না পাওয়ার প্রতিবাদে গত মঙ্গলবার সংবাদ সম্মেলন করেন বই প্রতীকের প্রার্থী শিরিন আক্তার।

সংবাদ সম্মেলনে শিরিন আক্তার বলেন, ‘নির্বাচন কেন্দ্রের ফলাফল অনুসারে আমি সংরক্ষিত ওয়ার্ড থেকে সদস্য নির্বাচিত হই। পরে জানতে পারি উপজেলা নির্বাচন কার্যালয় থেকে এই সংরক্ষিত ওয়ার্ডের ফলাফল ঘোষণা করেন, আমি ও আমার নিকটতম প্রার্থী সমান ভোট পেয়েছি।’

শিরিন আক্তার আরও বলেন, ‘ফলাফল অনুসারে আমি তিন ওয়ার্ড থেকে ভোট পেয়েছি ৫২৪। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আচিং সূর্যমুখী প্রতীক নিয়ে পেয়েছেন ৫১১ ভোট। এই ফলাফল অনুসারে আমি বই প্রতীক নিয়ে ১৩ ভোটে বিজয়ী হয়েছি। কিন্তু উপজেলা নির্বাচন কার্যালয় থেকে রাত ১টা ৩০ মিনিটের দিকে সংরক্ষিত ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের ফল ঘোষণা করা হয়-এতে বলা হয় নিকটতম প্রতিদ্বন্দ্বী আমার সমান ভোট পেয়েছেন।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ