মেঘনা প্রতিনিধি
মেঘনায় গাঁজা সেবন করায় মো. আরিফ (৪২) নামের এক ব্যক্তিকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রবীর কুমার রায়।
মেঘনা থানার ওসি মো. ছমিউদ্দিন জানান, উপজেলার কান্দারগাও প্রাথমিক বিদ্যালয় এলাকায় গত শনিবার সন্ধ্যায় অভিযান চালানো হয়। এ সময় মো. আরিফকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়। গতকাল রোববার আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।