হোম > ছাপা সংস্করণ

নির্বাচনে জিতেই পরাজিত প্রার্থীর বাড়িতে লুটপাট

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের সিরাজদিখানে বাসাইল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নব নির্বাচিত ইউপি সদস্য মুরাদ হেসেনের নেতৃত্বে পরাজিত প্রার্থী ও তাঁর সমর্থকদের বিরুদ্ধে বাড়িঘরে হামলা ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের পশ্চিম ব্রজেরহাটি গ্রামে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন পশ্চিম ব্রজেরহাটি গ্রামের নছির উদ্দিন মৃধার ছেলে সোহেল মৃধা। অভিযোগে বলা হয়, হামলায় ৪টি বাড়ি, ২টি দোকান ভাঙচুর ও প্রায় ৮ লাখ টাকা ও স্বর্ণালংকার লুটপাটের হয়েছে।

হামলায় আহতরা হলো আব্দুর রহমান মৃধা, সুমী আক্তার, জোনায়দ , শিল্পী বেগম, শেখ ইমরান। গুরুতর আহত শেখ ইমরানকে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

অভিযোগ সূত্রে জানা যায়, সোহেল মৃধা ইউপি নির্বাচনে বাসাইল ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের ফুটবল প্রতীকের মেম্বার পদপ্রার্থী ছিলেন। নির্বাচনে তিনি পরাজিত হন। গতকাল সকালে বিজয়ী প্রার্থী মুরাদ হোসেন, তাঁর ভাই রিয়াদ, অনিক, আকাশসহ প্রায় দুই শতাধিক লোক সোহেল মৃধা ও তাঁর সমর্থকদের বাড়িতে হামলা চালায়। এ সময় তাঁরা আব্দুর রহমান মৃধার বাড়িতে ৩টি ঘরে ঢুকে ভাঙচুর করে শোকেসের লকার ভেঙে নগদ ১ লাখ ৮০ হাজার টাকা ও ৪ ভরি স্বর্ণালংকার নিয়ে যান। বাবুল হোসেন ছেলে মিজানের বাড়ি ভাঙচুর ও তাঁর আলমারি থেকে ১ লাখ টাকা নিয়ে যায়। দুলাল মিয়ার পশ্চিম ব্রজেরহাটি বাজারের ২টি মুদির দোকানের তালা ভেঙে ক্যাশ বাক্সে থাকা নগদ ১১ হাজার টাকা এবং তাঁর বাড়িতে ঢুকে বিল্ডিংয়ের দরজা ভেঙে ঘর ঢুকে আলমারির লকার ভেঙে নগদ ৫ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

মুরাদ হোসেনকে একাধিকবার ফোন দিলে তিনি কল কেটে ফোনটি বন্ধ করে দেন।

সিরাজদিখান থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। এ বিষয়ে একটি লিখিত অভিযোগ হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ