হোম > ছাপা সংস্করণ

আমিষভোজী লেনন

সম্পাদকীয়

জন লেনন সম্পর্কে ভালো-মন্দ নানা কথাই শোনা যায়। তবে লেনন যে বিংশ শতাব্দীর একজন তারকাশিল্পী, সে ব্যাপারে কারও দ্বিমত নেই। লেননের জীবনে এমন অনেক ঘটনাই আছে, যেগুলো নিয়ে কথা হয়েছে কম। এই যেমন তাঁর চোখ। ছেলেবেলা থেকেই চোখে কম দেখতেন লেনন, কিন্তু চশমা ব্যবহার করতে চাইতেন না একেবারেই। চোখে এতটাই কম দেখতেন যে পাশে বসা দর্শককে অনুরোধ করতেন কী ঘটছে তা বর্ণনা করতে। মা-বাবার বিচ্ছেদের প্রতিবাদ হিসেবে তিনি সেই সময়ে এই স্বেচ্ছা অন্ধত্ব বেছে নিয়েছিলেন। তবে যখন নিজের পছন্দমতো চশমার খোঁজ পেলেন, তখন থেকেই প্রতিবছর এক ডজন করে চশমা কিনতে থাকলেন।

১৯৬৫ সালে বিটলসের সদস্যরা ‘মেম্বারস অব দ্য অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার’ খেতাব পান। বিটলসের চার তারকা সেই খেতাবের মেডেলসহ ছবিও তুললেন, যা ছাপা হলো পত্রিকায়। কিন্তু সেই খেতাব লেনন ফিরিয়ে দেন ১৯৬৯ সালে। এটা ছিল লেননের প্রতিবাদ। সে সময় নাইজেরিয়া আর বায়াফ্রায় ব্রিটেন যে হামলা চালাচ্ছিল, তা মেনে নিতে পারেননি লেনন। মেনে নিতে পারেননি ভিয়েতনামে যুক্তরাষ্ট্রের আগ্রাসন। খেতাব ফিরিয়ে দেওয়ার সময় লিখেছিলেন, ‘ভালোবাসাসহ জন লেনন।’

১৯৬৭ সালে অদ্ভুত এক খেয়াল এসেছিল লেননের মাথায়। তিনি আয়ারল্যান্ডে ডোরিনিশ নামের একটি দ্বীপ কিনেছিলেন। সেখানে একদল হিপ্পিকে তিনি 
আমন্ত্রণ জানিয়েছিলেন কমিউন করে থাকার জন্য। প্রায় দুই বছর সেখানে ছিল হিপ্পিদের রমরমা। কিন্তু আগুন লেগে সেই দ্বীপ পুড়ে গিয়েছিল। লেননের মৃত্যুর পর ইয়োকো ওনো দ্বীপটি বিক্রি করে দিয়েছিলেন এবং যে টাকা পেয়েছিলেন, সেটা আয়ারল্যান্ডের এতিমখানায় দান করেছিলেন।

বিটলস-সদস্যদের মধ্যে একমাত্র জন লেননই ছিলেন আমিষভোজী। বিটলসের আর তিন সদস্য জর্জ হ্যারিসন ও পল ম্যাকার্টনি তাঁদের দর্শনজনিত কারণে নিরামিষাশী হয়েছিলেন। আর রিঙ্গো স্টার নিরামিষভোজী হয়েছিলেন শারীরিক কারণে। 

সূত্র: নাউকনাউ ডট রু

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ