ইউনেসকো ঘোষিত বাংলাদেশের তিন বিশ্ব ঐতিহ্য—সুন্দরবন, ঐতিহাসিক মসজিদের শহর বাগেরহাট ও পাহাড়পুর বৌদ্ধবিহার। তথ্য ও বিনোদনের মাধ্যমে শিশুদের কাছে এই তিন বিশ্ব ঐতিহ্যকে আরও পরিচিত করতে একসঙ্গে কাজ করবে ইউনেসকো ও সিসিমপুর। হালুম, টুকটুকি, ইকরি, শিকুসহ সিসিমপুরের চরিত্রগুলোকে দিয়ে এই তিন বিশ্ব ঐতিহ্য নিয়ে তৈরি হবে এডুটেইনমেন্ট ভিডিও। থাকবে শিশুদের অংশগ্রহণমূলক কার্যক্রমও।