হোম > ছাপা সংস্করণ

ভ্যানিলা ময়েস্ট কেক

মাহমুদা রানী

উপকরণ
ডিম ২টা, গুঁড়ো চিনি আধা কাপ, মাখন আধা কাপ, তরল দুধ ২ টেবিল চামচ, ভ্যানিলা এসেন্স ১ চা-চামচ, ময়দা আধা কাপ, কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ, বেকিং সোডা আধা চা-চামচ, বেকিং পাউডার আধা চা-চামচ।

প্রণালি
সব উপকরণ আলাদা পাত্রে মেপে নিয়ে একসঙ্গে মিশিয়ে চেলে রেখে দিন। একটি পরিষ্কার শুকনো পাত্রে প্রথমে মাখন কিছুক্ষণ ইলেকট্রিক বিটারে বিট করে ফ্ল্যাফি করে নিন। এরপর ২-৩ বারে চিনি মিশিয়ে বিট করে নিন। চিনি আর মাখন ভালোমতো মিশে গেলে একটা করে ডিম বিট করে মিশিয়ে এসেন্স ও তরল দুধ মিশিয়ে নিতে হবে।

চেলে রাখা শুকনো উপকরণ তৈরি করা তরল মিশ্রণটির সঙ্গে ২-৩ বারে মিশিয়ে কেকের ব্যাটার তৈরি করতে হবে।

এবার এই ব্যাটার আগে থেকে বেকিং পেপার দিয়ে রাখা একটি ৬ ইঞ্চি কেক প্যানে ঢেলে নিতে হবে। ব্যাটার দেওয়ার পর পাত্র জোরে জোরে দুই-তিন বার ট্যাপ করে নিয়ে ভেতরে থাকা বাতাস বের করে দিতে হবে।

এবার এই পাত্র ১৭০ ডিগ্রি সেলসিয়াস তাপে ১০ মিনিট প্রিহিট করা ওভেনে দিয়ে বেক করতে হবে ৪০-৫০ মিনিট। কেক বেক হয়েছে কি না, সেটা বোঝার জন্য কেকের মাঝ বরাবর একটি কাঠি ঢুকিয়ে দিন। কাঠিটি পরিষ্কার বের হলে কেক পরিপূর্ণ বেক হয়েছে বুঝতে হবে।

কেক বেক হয়ে গেলে ওভেন থেকে বের করে ঠান্ডা করে পছন্দমতো ক্রিম দিয়ে ডেকোরেশন করে পরিবেশন করুন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ