হোম > ছাপা সংস্করণ

শব্দদূষণ নিয়ন্ত্রণে পরিবহন চালকদের প্রশিক্ষণ

মানিকগঞ্জ প্রতিনিধি

সড়ক ও মহাসড়কে শব্দ দূষণ নিয়ন্ত্রণে মানিকগঞ্জে পরিবহন চালক ও শ্রমিকদের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১ টার দিকে মানিকগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পরিবেশ অধিদপ্তরের শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারত্বমূলক প্রকল্পের আওতায় মানিকগঞ্জ জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন পরিবহনের শতাধিক চালক ও শ্রমিক অংশগ্রহণ করেন। আয়োজিত কর্মশালায় প্রশিক্ষণ নিতে আসা পরিবহন শ্রমিক আব্দুর রাজ্জাক বলেন, ‘গাড়ি চালাতে চালাতে হর্ন বাজানো অভ্যাসে পরিণত হয়ে গেছে। হর্ন বাজানোর কারণে অতিরিক্ত শব্দ দূষণে এত ক্ষতি হয় তা আগে বুঝতে পারিনি। প্রশিক্ষণ থেকে পাওয়া তথ্য পেশাগত জীবনে কাজে লাগানোর চেষ্টা করবো।’

আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক নূর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সানোয়ারুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. হাফিজুর রহমান, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. রুহুল আমিন, বিআরটিএর উপপরিদর্শক মো. মাহবুব কামাল ও জেলা বাস- মিনিবাস মালিক সমিতির সভাপতি মো. জাহিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং পরিবহন শ্রমিকেরা।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ