বাগেরহাটের রামপালে গাঁজা ও ইয়াবাসহ দুই জনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন উপজেলার বড় দুর্গাপুর গ্রামের মৃত ইজারউদ্দিন শেখের ছেলে মো. আনোয়ার হোসেন শেখ (৬০) ও খুলনার নতুন বাজার এলাকার মো. মানিক শেখের স্ত্রী আশা বেগম (৩০)।
আটক ব্যক্তিরা মাদক ব্যবসায়ী বলে অভিযোগ পুলিশের। তাঁদের বিরুদ্ধে গত বুধবার রাতে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদে মাদক কেনাবেচার খবর পেয়ে বুধবার রাতে উপজেলার বড় দুর্গাপুর গ্রামের শলতেখালি নদীর পাড়ের রাস্তায় আনোয়ার হোসেনের দেহ তল্লাশি করে ৩ কেজি ৭০০ গ্রাম গাঁজা ও আশা বেগমের কাছ থেকে ৭৪টি ইয়াবা উদ্ধার করে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে আশা বেগমের স্বামী মানিক শেখ পালিয়ে যায়।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সামসুদ্দিন বলেন, আটক দুই জন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাঁদের গতকাল বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।