বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ময়মনসিংহ দক্ষিণ জেলা জাতীয়তাবাদী যুবদল। গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরীর নতুনবাজার দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সমাবেশে বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সভাপতি রোকনুজ্জামান সরকার রোকন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দিদারুল ইসলাম রাজু, সহসভাপতি ফরহাদ আলী, মফিজুল ইসলাম মাসুদ, হুমায়ুন কবির খোকন, সাহেদ আলী মানিক, জামিলুর রহমান, যুগ্ম-সম্পাদক তানভীর শাহ, আল আমিন, রাসেল মিয়া, মাহমুদ খান সোহান প্রমুখ।
এ সময় বক্তারা খালেদার জিয়ার মুক্তি না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলে অঙ্গীকার ব্যক্ত করেন।