হোম > ছাপা সংস্করণ

নতুন দায়িত্বে ফেরদৌস

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক ছাত্র নায়ক ফেরদৌস। গত শনিবার তাঁকে এই বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সংস্কৃতি সম্পাদক (কালচারাল সেক্রেটারি) নির্বাচন করা হয়। ঢাবির অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়। ফেরদৌস বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের কোনো দায়িত্ব পাওয়া আমার জন্য গর্বের। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় কোনো দায়িত্ব পেলে যেমন নিজেকে সম্মানিত মনে করতাম, এখনো তেমনই মনে হচ্ছে। চেষ্টা করব আমার দায়িত্বটুকু যথাযথভাবে পালন করার।’

ফেরদৌসের হাতে রয়েছে অনুদানের সাতটি সিনেমা। সিনেমাগুলো হচ্ছে ‘মানিকের লাল কাঁকড়া’, ‘ক্ষমা নেই’, ‘দামপাড়া’, ‘ ১৯৭১ সেইসব দিন’, ‘রাসেলের জন্য অপেক্ষা’, ‘মাইক’, ‘বিউটি সার্কাস’। বর্তমানে নতুন সিনেমার শুটিং করছেন গাজীপুরে। ফেরদৌস জানান, ১১ জুন পর্যন্ত এই সিনেমার শুটিংয়ে ব্যস্ত থাকতে হবে তাঁকে। কিন্তু আজ তাঁর জন্মদিন। বছরের এই দিনটাতে তিনি কর্মবিরতিতে থাকেন। এই দিনটি বরাদ্দ থাকে শুধুই পরিবারের সদস্যদের জন্য। তাই শুটিং থেকে গতকাল রাতেই বাসায় ফিরেছেন ফেরদৌস।

দুই মেয়ের পরিকল্পনায় এরই মধ্যে শুরুও হয়েছে সারপ্রাইজ বার্থ ডে। ফেরদৌস বলেন, ‘জন্মদিনটা পরিবারের সঙ্গেই কাটানোর চেষ্টা করি। আমার দুই মেয়ে আমার জন্মদিনকে ঘিরে নানা ধরনের পরিকল্পনা করে। আর এবার আমার ছোট ভাই তৌসিফের মেয়েও সঙ্গে আছে। তাই এবার আনন্দ আর পরিকল্পনা একটু বেশি। আমি বুঝতে পারি কী কী হতে যাচ্ছে। কিন্তু ওদের তা বুঝতে দিই না। ওদের আনন্দটুকুই আমার কাছে ভীষণ ভালো লাগার।’

ফেরদৌস জানান, শিগগিরই তিনি নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘গাঙচিল’ সিনেমার গানের শুটিংয়ে অংশ নেবেন। এই সিনেমার ডাবিং আগেই শেষ হয়েছিল। এখন কিছু প্যাচওয়ার্ক বাকি। উপস্থাপনায়ও অনবদ্য ফেরদৌস। সিনেমার পাশাপাশি নিয়মিত উপস্থাপনা করেন তিনি।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ