হোম > ছাপা সংস্করণ

কসবায় ঝড়ে লন্ডভন্ড অর্ধশতাধিক বাড়িঘর

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কালবৈশাখী ঝড়ের আঘাতে লন্ডভন্ড হয়েছে প্রায় অর্ধশতাধিক বসতবাড়ি। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। গত শুক্রবার রাতে এ ঝড় উপজেলার বিনাউটি, বাদৈর ও কসবা পশ্চিম ইউনিয়নে আঘাত হানে।

ঝড়ের পরপরই ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. বেলাল হোসাইন, বিনাউটি ইউপি চেয়ারম্যান বেদন খান, বাদৈর ইউপি চেয়ারম্যান শিপন আহাম্মেদ ভূঁইয়া।

গতকাল শনিবার উপজেলা প্রশাসনের পক্ষ ক্ষতিগ্রস্থদের বাড়িতে শুকনো খাবারসহ ত্রান সহায়তা পৌছে দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ বাড়িঘরের ক্ষয়ক্ষতি নিরুপন করা হয়েছে প্রায় ১৫ লক্ষ টাকা। ঝড়ে আঘাতে পড়ে যাওয়া ঘরের নিচে পড়ে গুরুতর আহত হয়েছেন হাতুড়াবাড়ী গ্রামের ইকবাল খান ও তাঁর স্ত্রী নাছিমা বেগম। স্থানীয়রা উদ্ধার করে তাঁদের দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলম বলেন, ‘ঝড়ের পরেই ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছি। বিষয়টি স্থানীয় সাংসদ ও আইনমন্ত্রী আনিসুল হককে অবহিত করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে শুকনো খাবারসহ ত্রান সহায়তা দেওয়া হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ