শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় কর্মীদের হামলায় উপজেলা ও শহর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন পণ্ড হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে পৌরশহরের গড়কান্দা এলাকায় সম্মেলনের প্রথম অধিবেশন শেষ হওয়ার পর এই হামলার ঘটনা ঘটে। এতে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন স্থগিত করা হয়। উপজেলা ও শহর বিএনপি সূত্রে জানা যায়, সর্বশেষ ২০০৩ সালে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করা হয়েছিল। পরে প্রায় ১৮ বছর পর গতকাল বৃহস্পতিবার দুপুরে সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনের প্রথম অধিবেশনে নালিতাবাড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নুরুল আমিনের সভাপতিত্বে দুপুরে সম্মেলন উদ্বোধন করেন শেরপুর জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেল। এ সময় প্রধান অতিথি ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
প্রথম অধিবেশন শেষ হওয়ার পর বিকেলে একদল যুবক অতর্কিতভাবে চেয়ার ভাঙচুর ও চেয়ার ছোড়াছুড়ি করে। এতে সম্মেলন স্থলে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এ সময় জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ কমিটি ঘোষণা না দিয়েই সভাস্থল ত্যাগ করেন। সম্মেলনের দ্বিতীয় অধিবেশন পণ্ড হয়ে যায়। পরবর্তীতে জেলায় সম্মেলন সম্পন্ন হবে বলে জানানো হয়।