গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের জিরাই গ্রামে চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী শাকিল হত্যাকাণ্ড নিয়ে পুলিশের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ এনে অন্য কোনো সংস্থাকে দিয়ে সুষ্ঠু তদন্ত, হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানানো হয়েছে।
গতকাল বুধবার গাইবান্ধা প্রেসক্লাবে নিহত শাকিলের পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাট করেন নিহত শাকিলের বাবা মীর কাশিম আকন্দ। উপস্থিত ছিলেন বড়ভাই শামীম আহম্মেদ।
এদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা গোবিন্দগঞ্জ থানার এসআই সঞ্জয় কুমার সাহা বলেন, হত্যার ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।