চুনারুঘাটে বালু বোঝাই ট্রাক্টরের ধাক্কায় টমটমে থাকা স্কুলছাত্রী সুমাইয়া আক্তারসহ (১৬) দুজন আহত হয়েছে। সে উপজেলার একডালা গ্রামের ফরিদ মিয়ার মেয়ে ও রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্রী।
গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার মিরাশী ইউনিয়নের খোয়াই স্টেডিয়ামের সামনে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ওই দিন সুমাইয়া আক্তার স্কুল শেষে টমটমে বাড়ি ফিরছিল। এ সময় খোয়াই স্টেডিয়ামের কাছে টমটমের পৌঁছালে পেছন থেকে বালু বোঝাই ট্রাক্টর ধাক্কা দেয়। টমটমে থাকা যাত্রীসহ সড়কের পাশে পরে যায়। এ সময় সুমাইয়া আক্তার গুরুতর আহত হয় এবং পা ভেঙে যায়। পরে স্থানীয়রা আহতের উদ্ধার করে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করেন।
আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবেদ হাসনাত সনজু চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।