হোম > ছাপা সংস্করণ

বলেছিলাম খেলা হবে, ওই খেলা আজ হয়েছে

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। গতকাল মঙ্গলবার বিকেলে নদীর দুই তীরে দাঁড়িয়ে হাজারো দর্শক প্রতিযোগিতা উপভোগ করেন। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে নারায়ণগঞ্জে প্রথমবারের মতো এই আয়োজন করে জেলা প্রশাসন।

প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সাংসদ শামীম ওসমান। এ সময় তিনি বলেন, ‘বলেছিলাম খেলা হবে। সেই খেলা আজ ধলেশ্বরী নদীতে হয়েছে। বাংলার ঐতিহ্যবাহী হাডুডু, নৌকাবাইচসহ গ্রামীণ খেলাগুলো প্রতিবছর আয়োজন করা হবে।’

শামীম ওসমান আরও বলেন, ‘নৌকা বাইচ প্রতিযোগিতা দেখার জন্য নদীর দুই পাড়ে প্রচুর মানুষ ছিল। তাঁদের সবাইকে ধন্যবাদ জানাই।’

প্রতিযোগিতায় ধলেশ্বরী নদীর ধর্মগঞ্জ থেকে বক্তাবলী ডিক্রিরচর পর্যন্ত প্রায় পাচঁ কিলোমিটার এলাকাজুড়ে নৌকাবাইচ প্রতিযোগিতা চলে। নারায়ণগঞ্জের আটটি ইউনিয়ন পরিষদ থেকে আটটি নৌকা এতে অংশ নেয়। প্রতিযোগিতায় এনায়েতনগর ইউনিয়ন, দ্বিতীয় কাশিপুর ইউনিয়নের নৌকা।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার সভাপতি সালমা ওসমান লিপি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত ফেরদৌস প্রমুখ।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ