হোম > ছাপা সংস্করণ

সড়ক দুর্ঘটনায় ঝরল দুজনের প্রাণ

সাতকানিয়া ও কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সাতকানিয়া ও কর্ণফুলীতে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। গত শনিবার রাতে এসব দুর্ঘটনা ঘটে।

সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন সৌদিপ্রবাসী শফিকুল ইসলাম (৩২)। তিনি লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের দক্ষিণ পুটিবিলা তাঁতীপাড়ার আজিজুর রহমানের ছেলে।

আহত হয়েছেন সাতকানিয়া পৌরসভার গোয়াজর পাড়ার আবদুল মাবুদের ছেলে মো. ফখরুদ্দীন (৩১)।

গত শনিবার রাত ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলাধীন ছদাহা ইউনিয়নের চারা বটতল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

শফিকুলের স্বজন এ এস এম দিদারুল আলম বলেন, শফিকুল ও ফখরুদ্দীন সৌদিপ্রবাসী। ৬ মাস আগে তাঁরা ছুটিতে দেশে আসেন। আগামী ১০ নভেম্বর তাঁদের বিদেশে চলে যাওয়ার কথা ছিল। গত শনিবার রাতে শফিকুল তাঁর বন্ধুর নতুন বাড়ি দেখে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। মহাসড়কের চারা বটতল নামক স্থানে পৌঁছালে কক্সবাজারমুখী একটি গাড়ির ধাক্কা তাঁরা পড়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শফিকুলকে মৃত ঘোষণা করেন। আর ফখরুদ্দীকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম শহরে পাঠানো হয়েছে।

এদিকে চট্টগ্রামের কর্ণফুলীতে মিনিবাসের ধাক্কায় মো. আবুল কাশেম (৫২) নামে এক পথচারী মৃত্যু হয়েছে। গত শনিবার রাত ৮টার দিকে উপজেলার শিকলবাহা ইউনিয়নের কলেজ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কাশেম জুলধা ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, রাস্তা পার হওয়ার সময় একটি মিনিবাস আবুল কাশেমকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মিনিবাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ