হোম > ছাপা সংস্করণ

মধ্যরাত থেকে শুরু যান চলাচল

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গী-আবদুল্লাহপুর সেতুর ভেঙে যাওয়া অংশের সংস্কার শেষ হয়েছে। রাত-দিন বিরতিহীনভাবে কাজ করে সেতুটির ঝুঁকিপূর্ণ অংশটি চলাচল উপযোগী করা হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত ১২টার পর সেতুটি চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিআরটি প্রকল্পের সেতু বিভাগের প্রকল্প পরিচালক মহিরুল ইসলাম। তিনি বলেন, নতুন সেতুর নির্মাণকাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত সংস্কার করা সেতু দিয়ে যান চলাচল করবে। পাশাপাশি নতুন সেতুর নির্মাণকাজ চলমান থাকবে। নতুন সেতুর মেরামত হয়ে গেলে তার ওপর দিয়ে যান চলাচল শুরু হবে। নতুন সেতু চালু হয়ে গেলে পুরোনো সেতুটি ভেঙে ফেলা হবে।

সরেজমিনে দেখা যায়, ঝুঁকিপূর্ণ সেতুর ওপরে পিচ ঢালাই দেওয়া হয়েছে। সে ঢালাইয়ে রোলার দিয়ে সমান করা হচ্ছে। সেতুর নিচে লোহার পাটাতন থেকে অস্থায়ী লোহার মইগুলো সরিয়ে নেওয়া হচ্ছে। সেতুর একপাশ দিয়ে সাধারণ মানুষ পায়ে হেঁটে সেতু পার হচ্ছে।

গত ১০ নভেম্বর টঙ্গী-আবদুল্লাহপুর সেতুর কিছু অংশ ভেঙে যায়। ভাঙা অংশে স্টিলের পাত বসিয়ে সেতুর এক পাশ দিয়ে শুরু হয় যান চলাচল। পরের দিন সেতুর অন্য অংশে ভাঙন দেখা দিলে চলাচল বন্ধ হয়।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ