ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্থগিত ক্রিকেট টুর্নামেন্ট ২০ ডিসেম্বর শুরু হচ্ছে। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগ এ তথ্য জানায়।
জানা যায়, এ দিন সকাল সাড়ে ৯টায় বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মধ্যকার খেলার মধ্য দিয়ে টুর্নামেন্ট শুরু হবে। মুজিববর্ষ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের আয়োজনে গত বছরের ১৬ ডিসেম্বর বঙ্গবন্ধু অন্তবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা শুরু হয়। পরে করোনার প্রাদুর্ভাবে খেলা স্থগিত রাখা হয়েছে। ২৭ ও ২৮ ডিসেম্বর কোয়াটার ফাইনাল এবং ২৯ ডিসেম্বর সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। ফাইনাল খেলার সময় নির্ধারিত হয়নি।