নরসিংদীতে বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত নারীসহ ২০ জন আসামি গ্রেপ্তার করেছে সদর মডেল থানা-পুলিশ। গতকাল শুক্রবার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সওগাতুল আলম এ তথ্য জানিয়েছেন। এর আগে বৃহস্পতিবার সদর থানার ৫টি ইউনিয়ন ও সদর পৌর শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সওগাতুল আলম বলেন, গত বৃহস্পতিবার ২৪ ঘণ্টায় সদর উপজেলার করিমপুর, নজরপুর, হাজীপুর, চিনিশপুর, শিলমান্দী ইউনিয়ন ও পৌর শহরের বিভিন্ন জায়গায় বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ও পলাতক আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হয়। এ অভিযানে নারীসহ ২০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ও পলাতক আসামি। তাঁদের নরসিংদী আদালতে পাঠানো হয়েছে। আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।