হেমন্তে বৃষ্টি পড়া মানেই বাতাসে শীতের শিহরণ ওঠা। আর এ সময়ই খোঁজ পড়ে কম্বলের। হেমন্তের মাঝামাঝি এ সময়ে অনেকে নামিয়েও ফেলেছেন। ঠান্ডায় ওম দেওয়া এই কম্বলের যত্নটাও কিন্তু একটু বেশি চাই। ঠিকমতো যত্ন না নিলে ও সংরক্ষণ করতে না পারলে তা দীর্ঘদিন ভালো থাকে না।
যা করবেন