ওয়ার্কার্স পার্টির সভাপতি সাংসদ রাশেদ খান মেনন বলেছেন, টিসিবির ট্রাকের পেছনে মা-বোনসহ অসংখ্য মানুষ ছুটছে। এই পরিস্থিতি দেখলে বঙ্গবন্ধু স্বস্তি বোধ করতেন না। অথচ এখন তাঁর দলের অনুসারীরা দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে মানুষের কষ্টের বিষয়টি উপহাস করে উড়িয়ে দেয়।
গতকাল বৃহস্পতিবার বিকেলে বরিশালের নীলু-মনু ট্রাস্ট ও পাবলিক লাইব্রেরি পরিদর্শন ও লাইব্রেরিতে আলোচনা সভায় সাংসদ রাশেদ খান মেনন এসব কথা বলেন।
মেনন আরও বলেন, বাণিজ্যমন্ত্রী স্বীকার করেছেন টিসিবির ট্রাকের পেছনে মধ্যবিত্তরাও লাইন দিচ্ছে, সেটাকে একটি ব্যবস্থার মধ্যে আনলে দোষ কী? এ কারণেই আমরা রেশনিং ব্যবস্থা চালু করার কথা বলছি। কিন্তু বলা হয় রেশনিং ব্যবস্থায় দুর্নীতি হয় স্বজনপ্রীতি হয়। তিনি বলেন, ‘দেখিয়ে দিন যে ১ কোটি কার্ড বিতরণে কোনো দুর্নীতি হয়নি।’
আলোচনা সভায় বক্তব্য দেন সাবেক সাংসদ অ্যাডভোকেট শেখ টিপু সুলতান, শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুল মোতালেব হাওলাদার, অধ্যাপক টুনু রানী কর্মকার, মোজাম্মেল হক ফিরোজ, হিরণ কুমার মিঠু, শামিল শাহরোখ তমাল প্রমুখ।