হোম > ছাপা সংস্করণ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হচ্ছেন বিল্লাল হোসেন

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নী ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ২৮ নভেম্বর। কিন্তু ভোটের আগেই ওই ইউপির চেয়ারম্যান হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন নৌকা প্রতীকের প্রার্থী মো. বিল্লাল হোসেন চৌধুরী।

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত নন্নী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে অন্য তিন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রথমবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন।

গতকাল বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন নন্নী ইউপি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. বিল্লাল হোসেন।

জানা গেছে, উপজেলার নন্নী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন চৌধুরী দলীয় মনোনয়ন পান। পরে সেখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন বর্তমান চেয়ারম্যান আবুল কাশেম মো. মাহবুবুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হাকিম মো. আব্দুর রব এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. নজরুল ইসলাম।

তবে নির্বাচনের আগেই আবুল কাশেম মো. মাহবুবুর রহমান, হাকিম মো. আব্দুর রব ও মো. নজরুল ইসলাম মোস্তফা প্রার্থিতা প্রত্যাহার করে নেন। এতে একমাত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. বিল্লাল হোসেন চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ