হোম > ছাপা সংস্করণ

বাড়ছে মোটরসাইকেল চুরি

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

মসজিদের সামনে মোটরসাইকেল রেখে গত শুক্রবার মাগরিবের নামাজ আদায় করেন চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার বহদ্দার পাড়ার জহুর মিয়া। বের হয়ে দেখেন, তাঁর বাজাজ ডিসকোভার মডেলের মোটরসাইকেলটি উধাও। এ ব্যাপারে তিনি বোয়ালখালী থানায় সাধারণ ডায়েরি লিপিবদ্ধ করেছেন।

এর আগে গত ২ জুলাই পোপাদিয়া ইউনিয়নের হাওলা কুতুবিয়া মাদ্রাসার সামনে থকে আকুবদণ্ডী এলাকার সৈয়দ মোহাম্মদ মুসলিমের মোটরসাইকেল চুরি যায়। এ ছাড়া ৪ জুলাই পূর্ব গোমদণ্ডী মুজাহিদ চৌধুরী পাড়া নতুন জামে মসজিদের সামনে থেকে ১টি, ১৬ জুলাই ছনদণ্ডী বাদুরতলা এলাকা থেকে নুরুল ইসলামের ১টি ও কড়লডেঙ্গা ইউনিয়নের শেখ চৌধুরীপাড়া এলাকা থেকে সেহাব উদ্দিনের ১ টি, ২০ জুলাই মুজাহিদ চৌধুরী পাড়া মসজিদের সামনে থেকে ১ টি, ২৩ জুলাই জোটপুকুর পাড় এলাকা থেকে কপিল উদ্দীনের ১টি মোটরসাইকেল চুরি যায়।

গত তিন মাসে উপজেলার অন্তত অর্ধশতাধিক ব্যক্তি এমন ঘটনার শিকার হয়েছেন। তবে এসব চুরির ঘটনায় বোয়ালখালী থানায় মাত্র ৮টি সাধারণ ডায়েরি হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেছেন, চুরি যাওয়া মোটরসাইকেলগুলো উদ্ধারে কাজ করছে পুলিশ।

তিনি গত সোমবার আজকের পত্রিকাকে বলেন, মোটরসাইকেল চুরিসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। কিছুদিনের মধ্যে এসব চালু করা হবে। এতে মনিটরিংয়ের আওতায় আসবে পুরো উপজেলা।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ