সাতক্ষীরা থেকে যশোর বিমানবন্দরে যাওয়ার জন্য অত্যাধুনিক মাইক্রোবাস সেবা চালু করেছে ইউএস-বাংলা এয়ারলাইনস কর্তৃপক্ষ। আজ সোমবার থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের যাত্রীরা এ পরিবহন সেবা পাবেন। একইভাবে ঢাকা থেকে ফিরে আসা যাত্রীরাও যশোর থেকে মাইক্রোবাসে সাতক্ষীরায় পৌঁছাতে পারবেন।
গতকাল রোববার দুপুর সাড়ে ১২টায় সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এ উপলক্ষে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। ব্রিফিংয়ে সাতক্ষীরাবাসীর জন্য ইউএস-বাংলা এয়ারলাইনসের যাত্রীসেবার বিষয়টি সাংবাদিকদের জানান ইউএস-বাংলা এয়ারলাইনের খুলনা বিভাগীয় ম্যানেজার সুজন আহমেদ। ঢাকা পোস্টের সাতক্ষীরা প্রতিনিধি আকরামুল ইসলামের পরিচালনায় মতবিনিময়কালে বক্তব্য দেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহম্মেদ বাপ্পী, সহসভাপতি হাবিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, সাতক্ষীরার অল সিজন ট্রাভেল সাপোর্টের পরিচালক শেখ এজাজ আহমেদ স্বপন।
সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহম্মেদ বাপ্পী বলেন, ‘এতদিনে যশোর থেকে টিকিট কাঁটার পর সাতক্ষীরা থেকে বিকল্প মাধ্যমে যশোর বিমানবন্দরে যেতে হতো। এখন ইউএস-বাংলা গ্রুপের মাইক্রোবাসে করে যাত্রীদের সাতক্ষীরা থেকে যশোর নিয়ে যাওয়া হবে। এতে দুর্ভোগ দূর হবে। আশা করি সাতক্ষীরার মানুষ এর সুফল পাবেন।
আজ থেকে প্রতিদিন সকাল সাড়ে ৭টায় সাতক্ষীরার ভারতীয় ভিসা অফিস ইটাগাছা থেকে মাইক্রোবাস ছেড়ে যাবে ১০টার ফ্লাইটের উদ্দেশ্যে। সন্ধ্যা ৭টা ফ্লাইট ধরার জন্য একই স্থান থেকে বিকেল ৪.১৫ মিনিটে মাইক্রোবাসটি রওনা হবে যশোরের উদ্দেশ্যে। প্রত্যেক যাত্রীদের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩৫০ টাকা।