হোম > ছাপা সংস্করণ

পোকার ফাঁদ কমিয়েছে খরচ দিচ্ছে নিরাপদ সবজি

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি

পোকা দমনে সেক্স ফেরোমেন ফাঁদ পদ্ধতি কার্যকর হওয়ায় কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিষমুক্ত নিরাপদ সবজি চাষে সাড়া পড়েছে। ক্ষতিকর পোকা দমনে চাষিরা কীটনাশকের পরিবর্তে এখন এই পদ্ধতি ব্যবহার করছেন। এতে উৎপাদন খরচ যেমন কমেছে, তেমনি ভোক্তারা পাচ্ছেন বিষমুক্ত সবজি। চলতি মৌসুমে উপজেলার দেড় শ বিঘা জমিতে কীটনাশকমুক্ত সবজি চাষ হয়েছে। উপজেলার কৃষি কর্মকর্তারা বলছেন, তাঁরা ব্রাহ্মণপাড়াকে শতভাগ বিষমুক্ত সবজি উৎপাদন অঞ্চলে পরিণত করতে কাজ করছেন।

কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, কৃষি কর্মকর্তাদের পরামর্শে তাঁরা কয়েক বছর ধরে ফসলে পোকা দমনে উচ্চ মূল্যের কীটনাশক ত্যাগ করে সেক্স ফেরোমেন ফাঁদ ব্যবহার করছেন। অনেক সময় বেশি দামের বিভিন্ন কীটনাশক কাজে আসত না। কিন্তু ফেরোমেন ফাঁদ কুমড়া জাতীয় ফসলে ক্ষতিকর পোকা দমনে শতভাগ কাজে আসায় তাঁরা লাভবান হয়েছেন।

স্থানীয় গৃহস্থ নাজমা বেগম, পারভীন আক্তার ও শাহিনা আক্তার জানান, আগে বছরে অন্তত ২০ হাজার থেকে ৩০ হাজার টাকা শুধু কীটনাশক কিনতে খরচ করতে হতো। বর্তমানে উচ্চ মূল্যের কীটনাশককে ‘না’ বলায় এবং সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার করায় উৎপাদন খরচ কমে গেছে।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার চন্ডিপুর, পশ্চিম চন্ডিপুর, মালাপাড়া, অলুয়া, রামনগর ও মনোহরপুরসহ বিভিন্ন এলাকায় সারা বছর মাঠের পর মাঠ জুড়ে চাষ হয় নানা জাতের সবজি। আগে সবজি উৎপাদনে ক্ষতিকর কীটনাশক ব্যবহার করা হলেও এখন দিন পাল্টে গেছে। এসব মাঠে ব্যবহার করা হচ্ছে সেক্স ফেরোমেন ফাঁদ বা জৈবিক বালাই দমন পদ্ধতি।

কৃষক আবুল বাশার জানান, সেক্স ফেরোমেন ফাঁদ ব্যবহারে একদিকে কৃষকের টাকা বেঁচে যাচ্ছে। অপর দিকে গ্রাহক বা ভোক্তারা পাচ্ছেন বিষমুক্ত নিরাপদ শাক-সবজি ও ফলমূল। পাশাপাশি রক্ষা হচ্ছে পরিবেশ।

উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্র জানায়, কীটনাশকের পরিবর্তে ক্ষতিকর পোকা দমনে সেক্স ফেরোমেন ফাঁদ (কিউলিউর) পদ্ধতি কৃষকদের মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠছে। এ বছর উপজেলার সব সবজি খেত যাতে বিষমুক্ত বালাই দমন পদ্ধতির আওতায় আসে সে লক্ষ্যে চাষিদের উদ্বুদ্ধ করতে কৃষি কর্মকর্তারা মাঠে কাজ করছেন। চলতি মৌসুমে উপজেলায় দেড় শ বিঘা জমিতে বিষমুক্ত বিভিন্ন জাতের সবজির আবাদ হয়েছে। এসব সবজি জেলার চাহিদা মিটিয়ে সরবরাহ করা হচ্ছে দেশের বিভিন্ন বাজারে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহবুবুল হাসান বলেন, ‘ফেরোমেন পদ্ধতি ক্ষতিকর কীটনাশকের চেয়েও পোকা দমনে বেশি কার্যকর। চলিত মৌসুমে কৃষকদের উদ্বুদ্ধ করতে উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় থেকে উপজেলার বিভিন্ন মাঠে কুমড়া জাতীয় ফসল চাষে ছয় বিঘা জমিতে ক্লাস্টার আকারে সেক্স ফেরোমন ট্র্যাপ স্থাপন করা হয়েছে।’

উপজেলা কৃষি কর্মকর্তা আরও বলেন, ‘পোকা দমনে এই পদ্ধতি কার্যকর দেখে অন্যান্য কৃষকেরা নিজে থেকেই সবজিখেতে সেক্স ফেরোমেন ফাঁদ ব্যবহারে আগ্রহী হয়ে আমাদের কাছ থেকে পরামর্শ নিচ্ছেন। অনেক কৃষকই তাদের আবাদি জমিতে এই পদ্ধতি স্থাপন করেছেন। এই উপজেলার কৃষকদের মধ্যে এই পদ্ধতি দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ