চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ভোটাররা আজ মঙ্গলবার ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে প্রথমবারের মতো ভোট দেবেন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। ১ লাখ ৪৫ হাজার ৪৯৭ ভোটার নিজের ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করবেন। এখন দেখার অপেক্ষা কে হচ্ছেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র।
চাঁপাইনবাবগঞ্জ নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান বলেন, রোববার মধ্যরাত থেকে মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত কোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল বা শোভাযাত্রা করা যাবে না। ভোটের দিন নির্বাচনী এলাকায় অটোরিকশা, মাইক্রোবাস, জিপ, পিকআপ, কার, বাস, ট্রাক, টেম্পো, ইজিবাইক ও মোটরসাইকেল চলাচলের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে, মহাসড়ক ও নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা এর আওতামুক্ত থাকবে।
মোতাওয়াক্কিল রহমান আরও বলেন, পৌরসভার ১৫টি ওয়ার্ডে ৭২টি ভোটকেন্দ্রের ৪৯৪টি ভোট কক্ষে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। প্রথমবারের মতো চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট হবে। এ পৌরসভায় ১ লাখ ৪৫ হাজার ৪৯৭ ভোটার রয়েছে।