মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অস্ত্রোপচার কক্ষ অবশেষে চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মমিনুল ইসলাম গতকাল শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় সাংসদ এইচ এন আশিকুর রহমান আগামী শনিবার আনুষ্ঠানিকভাবে অস্ত্রোপচার কক্ষের উদ্বোধন করবেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অস্ত্রোপচার কক্ষ দুটি এক যুগ ধরে তালাবদ্ধ রয়েছে। বিশেষজ্ঞ শল্য চিকিৎসক ও অবেদনবিদ (এনেসথেসিস্ট) না থাকায় অস্ত্রোপচারের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছিল এলাকার মানুষ।
ডা. মমিনুল বলেন, ‘ইতিমধ্যে একজন অবেদনবিদ যোগদান করেছেন। প্রাথমিক অবস্থায় সিজার করা হবে। এখনো কনসালট্যান্টের আটটি পদ শূন্য রয়েছে। পদগুলো পূরণে আবেদন করা হয়েছে। একজন সার্জন পাওয়া গেলে অন্যান্য অপারেশন করার ইচ্ছে আছে।’