নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মজুমদারহাট বাজার থেকে এক স্কুলছাত্রীকে (১৬) অপহরণের পর আটকে রেখে দল বেঁধে ধর্ষণের ঘটনায় করা মামলার দুই নম্বর আসামি কামাল হোসেনকে (৪৬) গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার অন্য তিন আসামি পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গত সোমবার রাতে টাঙ্গাইল থেকে কামালকে গ্রেপ্তার করে গতকাল মঙ্গলবার দুপুরে বেগমগঞ্জ থানায় আনা হয়। কামাল হোসেন (৪৬) বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর এলাকার জালাল আহমদের ছেলে।
বেগমগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন জানান, নির্যাতিত নবম শ্রেণির ওই ছাত্রীর কাছ থেকে অভিযোগ পেয়ে অভিযুক্ত চার আসামিকে গ্রেপ্তারে অভিযানে নামে পুলিশের একাধিক দল। গত সোমবার রাতে টাঙ্গাইলের মির্জাপুর এলাকা থেকে মামলার দুই নম্বর আসামি কামালকে গ্রেপ্তার করা হয়।
প্রসঙ্গত, গত ২৬ আগস্ট সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে আসামিরা তুলে নিয়ে গিয়ে এই স্কুলছাত্রীকে আটকে রেখে দল বেঁধে ধর্ষণ করে।