হোম > ছাপা সংস্করণ

৫০০ শিক্ষার্থী পেল খাবার

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের ভৈরবে রবিউল আওয়াল উপলক্ষে উপজেলার ছয় মাদ্রাসার পাঁচ শতাধিক এতিম শিক্ষার্থীদের মাঝে এক বেলার খাবার বিতরণ করা হয়েছে। গত শনিবার দুপুরে এসব খাবার বিতরণ করে ভৈরবের স্বেচ্ছাসেবী টিম নামের একটি স্থানীয় সংগঠন।

শহরের নিউটাউনে অবস্থিত ইসলাহুল উম্মাহ মাদ্রাসা প্রাঙ্গণে এক বেলার খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব লুবনা ফারজানা। সংগঠনের উপদেষ্টা আল্লামা আব্দুল আহাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন, ভৈরব ইমাম-উলামা পরিষদ সভাপতি ও সংগঠনের উপদেষ্টা মাওলানা আব্দুল্লাহ আল আমিন। এ সময় সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বক্তব্য দেন, স্বেচ্ছাসেবী সংগঠনের টিম লিডার মাওলানা সাইফুল ইসলাম সাহাল ও মাওলানা আনাস মাহমুদ।

জানা গেছে, অনুষ্ঠানে কয়েকজন এতিম শিক্ষার্থীকে খাবার তুলে দেওয়ার মাধ্যমে এক বেলার খাবার বিতরণ কর্মসূচি উদ্বোধন শেষে সংগঠনের স্বেচ্ছাসেবী সদস্যরা উপজেলার ছয়টি মাদ্রাসায় খাবার পৌঁছে দেন। সেগুলো হলো, আফতাবুল উলুম এতিমখানা, ছনছাড়া এতিমখানা, জোবাইদা ওয়াজির এতিমখানা, হাজী আসমত আলী মহিলা এতিমখানা, আন নূর এতিমখানা ও কালিকাপ্রসাদ মিয়া বাড়ি মাদ্রাসা। এ ছাড়া এক বেলার খাবার তালিকায় ছিল, মোরগ পোলাও এবং মুগ ডাল।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ