হোম > ছাপা সংস্করণ

পূজায় শুভমিতা ও সমরজিতের গান ‘তোমার জন্য রোদ্দুর’

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দ্বৈত গান প্রকাশ করছেন সুরকার ও কণ্ঠশিল্পী সমরজিৎ রায়। গানটিতে সমরজিতের সঙ্গে কণ্ঠ দিয়েছেন ভারতীয় সংগীতশিল্পী শুভমিতা। গানের শিরোনাম ‘তোমার জন্য রোদ্দুর’। গানটির কথা লিখেছেন সঞ্জয় রায় এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন সমরজিৎ। কোরাসে কণ্ঠ দিয়েছেন সমরজিৎ রায় পরিচালিত সুরছায়া সংগীত পাঠশালার শিক্ষার্থী শান্তা, চন্দ্রিমা, ঐশী, শ্রাবণী, ঋতু, শ্রাবন্তী ও প্রমা। গানটি প্রকাশ করা হবে ৬ অক্টোবর সমরজিৎ রায়ের ভেরিফায়েড ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।

নতুন গানটি নিয়ে শুভমিতা বলেন, ‘দুর্গাপূজা উপলক্ষে প্রকাশিত হচ্ছে সমরজিৎ ও আমার দ্বৈত কণ্ঠের নতুন গান তোমার জন্য রোদ্দুর। আমি আশা করব, আপনারা যেভাবে সব সময় বাংলা নতুন গানের সঙ্গে থেকেছেন, তেমনি এ গানটির সঙ্গেও থাকবেন। সঞ্জয় রায়ের কথা ও সমরজিৎ রায়ের সুর-সংগীতে তৈরি গানটি গেয়ে আমার খুব ভালো লেগেছে। আপনাদের ভালো লাগবে, এই আশা রাখছি।’

সমরজিৎ রায় বলেন, ‘শুভমিতা দিদি আমার পছন্দের একজন শিল্পী। গানটি সুর করে যখন দিদিকে পাঠাই, উনি খুব পছন্দ করেন এবং আমার সঙ্গে গাওয়ার সম্মতি জানান। এটি আমার জন্য পরম সৌভাগ্যের। শুধু তা-ই নয়, পার্থ দার (শুভমিতার স্বামী) কাছে পরে জেনেছি, দিদি তাঁর বাড়িতে এই গানের সুর সারাক্ষণ গুনগুন করে গাইতেন। আমার জন্য আরও ভালো লাগার বিষয় হলো, আমার সুরছায়ার শিক্ষার্থীরা এই প্রথম আমার কোনো গানে কোরাসে কণ্ঠ দিয়েছে। তাদের কণ্ঠ গানটির প্রতি সবার মুগ্ধতা বাড়াবে। সর্বোপরি মিষ্টি প্রেমের এই গান সবার পছন্দ হবে, এটুকু বলতে পারি।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ