হোম > ছাপা সংস্করণ

কেসিসি নির্বাচনে খালেক মাঠে, নীরব বিএনপির আগ্রহীরা

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে আবার জয়লাভ করার চ্যালেঞ্জ নিয়ে মেয়র প্রার্থী তালুকদার আবদুল খালেক ও তাঁর দল আওয়ামী লীগ মাঠে নেমে পড়েছে। ইতিমধ্যে নগরীর থানা, ওয়ার্ড ও ভোটকেন্দ্রভিত্তিক শক্তিশালী নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। দলটির বিভিন্ন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সঙ্গে প্রতিদিন ঘরোয়া সভা-সমাবেশ অব্যাহত রাখা হয়েছে। খালেকের পক্ষে গতকাল মঙ্গলবার মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। ১৬ মে তাঁর মনোনয়নপত্র জমা দেওয়া হবে বলে জানা গেছে।

কেসিসি নির্বাচনে স্থানীয় আওয়ামী লীগের তৎপরতা বিষয়ে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা বলেন, প্রতীক বরাদ্দের পর দলীয়ভাবে জোরেশোরে নির্বাচনী তৎপরতা শুরু করা হবে। বর্তমানে ওয়ার্ড পর্যায়ে দলীয়ভাবে মতবিনিময় সভা-সমাবেশ করা হচ্ছে।

অন্যদিকে পরিকল্পিত ও আধুনিক খুলনা গড়ার লক্ষ্যে সিটি নির্বাচনে হাতপাখা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা-কর্মীরা। ভোটারদের সঙ্গে মতবিনিময় সভা করছেন দলটির মেয়র প্রার্থী হাফেজ মাওলানা আবদুল আউয়াল। সোমবার মাওলানা আউয়ালের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। এটি আগামী রোববার জমা দেওয়ার কথা জানা গেছে।

এদিকে নির্বাচনে বিএনপির অংশগ্রহণ বিষয়ে এখনো কেন্দ্রের সবুজ সংকেত না পাওয়ায় বিএনপির আগ্রহী প্রার্থীরা নীরব ও অস্বস্তিতে রয়েছেন। বিশেষ করে নগর বিএনপির সাবেক সভাপতি, কেন্দ্রীয় বিএনপির সাবেক বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং গতবারের বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু ও তাঁর অনুসারীরা হতাশা ও অস্বস্তির মধ্যে রয়েছেন। তবে বিএনপির কয়েকজন কাউন্সিলর প্রার্থী ইতিমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানা গেছে। তবে তাঁরা দলের সবুজ সংকেত না পেলে নির্বাচনে অংশ নেবেন না বলে জানিয়েছেন।

নির্বাচনে বিএনপির অংশগ্রহণ বিষয়ে নগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেন, আন্দোলন ও নির্বাচন দুটিতেই বিএনপির থাকা উচিত। তবে দল নির্বাচনে না গেলে তিনি স্বতন্ত্র প্রার্থী হবেন না।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ