হোম > ছাপা সংস্করণ

কাজে দক্ষ হওয়ায় সহকর্মীর হাতে খুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের একটি পোশাক কারখানার কর্মী রমজানকে (১৪) ছুরিকাঘাতে হত্যার অভিযোগে তার সহকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সিআইডি বলছে, একই কারখানায় কাজ করে দ্রুত দক্ষ হয়ে ওঠায় সহকর্মী শামীম (২০) পেশাগত দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড ঘটান।

গতকাল বুধবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সিআইডির মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো. আজাদ রহমান। তিনি জানান, ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার শুভাঢ্যা ইউনিয়নের চর কুতুব কেন্দ্রীয় জামে মসজিদের পাশে নতুন ব্রিজের ওপর ৬ জুন পেশাগত দ্বন্দ্বের জেরে রমজান মিয়া তার সহকর্মী শামীমের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়। পরে তাকে মুমূর্ষু অবস্থায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৩ জুন ভোরে মারা যায় রমজান মিয়া।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ঘটনায় রমজানের বড় ভাই সাকিব দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। এর পর থেকে সিআইডির এআইসি শাখা ছায়াতদন্ত শুরু করে। বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে মো. শামীমকে শরীয়তপুর জেলার জাজিরা থানার স্বরূপ বাবুর চর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শামীমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে আজাদ রহমান জানান, ছয় মাস আগে দক্ষিণ কেরানীগঞ্জ থানার আগানগর আলীমউল্লাহ মার্কেটের ষষ্ঠ তলায় রতন মাতুব্বরের মালিকানাধীন রাফিয়া থ্রেড ফ্যাক্টরিতে মেশিন অপারেটর হিসেবে কাজ করত রমজান। একই প্রতিষ্ঠানে এই পদে শামিম কাজ করতেন। তবে স্বল্প সময়ের মধ্যে রমজান মেশিন চালনায় দক্ষতা অর্জন করায় তার সঙ্গে শামীমের বিরোধ সৃষ্টি হয়। এতে ক্ষিপ্ত হয়ে রমজানকে শিক্ষা দেওয়ার জন্য পরিকল্পনা করেন শামীম। ঘটনার দিন রাত পৌনে ১০টার দিকে ‘জরুরি কথা আছে’ বলে রমজানকে নতুন ব্রিজের ওপর নিয়ে যান। সেখানে কথাবার্তার একপর্যায়ে শামীম তাঁর দুই সহযোগীসহ কিশোর রমজানকে উপর্যুপরি ধারালো ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যান। এরপর শরীয়তপুরের জাজিরায় গিয়ে আত্মগোপন করেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ