তাইওয়ান ইস্যুতে জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের মন্তব্যের জেরে গত বুধবার দেশটির রাষ্ট্রদূত হিদেও তারুমিকে ‘জরুরি বৈঠকের’ জন্য তলব করেছে চীন। এর আগে শিনজো আবে বলেন, ‘চীন তাইওয়ানে আক্রমণ চালালে যুক্তরাষ্ট্র এবং জাপান দাঁড়িয়ে থাকবে না।’ শিনজো আবের এ মন্তব্যকে ‘ভ্রান্ত’ এবং চীন ও জাপানের মৌলিক নীতির বিরোধী বলে বৈঠকে উল্লেখ করেছেন চীনের সহকারী পররাষ্ট্রমন্ত্রী হুয়া চুনিং।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, জাপানের সাবেক প্রধানমন্ত্রীর এমন মন্তব্য প্রকাশ্যে চীনের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করেছে এবং তাইওয়ানের স্বাধীনতাকামী শক্তিকে নির্লজ্জভাবে সমর্থন জুগিয়েছে। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জাপানের মন্ত্রিসভার মুখ্য সচিব হিরোকাজু মাতসুনো বলেন, চীনের এমন পদক্ষেপের বিরোধিতা করছে জাপান। সরকারে না থাকা কোনো ব্যক্তির মন্তব্যের জন্য জাপান সরকার দায়ী নয়।