রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের দুই বিদ্রোহী (স্বামী–স্ত্রী) প্রার্থিতা প্রত্যাহার করেছেন। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টায় ইউনিয়নের মৃগী বাজারে নৌকার প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তাঁরা প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন।
তাঁরা হলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম বাদশা (অটোরিকশা প্রতীক) ও তাঁর স্ত্রী ইউনিয়ন মহিলা লীগের সাবেক সভাপতি হামিদা বেগম (আনারস প্রতীক)।
বাদশা ও হামিদা জানান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (নৌকা প্রতীকের প্রার্থী) এম এ মতিনের প্রতি সমর্থন জানিয়ে তাঁরা প্রার্থিতা প্রত্যাহার করেছেন।