চৌগাছায় পুকুরের পানিতে ডুবে জান্নাতি নামের দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার মাকাপুর গ্রামে নিজ বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
নিহত জান্নাতি উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের মাকাপুর গ্রামের বকুল মিয়ার মেয়ে ছিল।
নিহত শিশুর বাবা বকুল মিয়া জানান, তাঁদের বাড়ির সামনেই একটি পুকুর। গতকাল দুপুর দুইটার দিকে বাড়ির সবার অগোচরে কোনোভাবে শিশুটি পুকুরে পড়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাঁকে উদ্ধার করে গ্রাম্য চিকিৎসক দেখানো হয়। বিকেল সাড়ে তিনটার দিকে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়।’