হোম > ছাপা সংস্করণ

টাকা কেটে নিলেও মিলছে না ট্রেনের টিকিট

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

সম্প্রতি রেল কর্তৃপক্ষ ট্রেনের টিকিট বিক্রির দায়িত্ব দেয় ‘সহজ অ্যাপ’কে। ইতিমধ্যে অ্যাপে টাকা কেটে নেওয়ার পর টিকিট না পাওয়ার অভিযোগ মিলেছে। সেই সঙ্গে ট্রেনযাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। যাত্রীরা বাধ্য হয়ে টিকিট কাউন্টারে আসছেন। সেখানে টিকিটের বরাদ্দ কম। এতে কেউ টিকিট পাচ্ছেন, কেউ না পেয়ে ফিরে যাচ্ছেন।

গতকাল সকাল ৯টায় সান্তাহার টিকিট কাউন্টারে কথা হয় নওগাঁর মহাদেবপুর উপজেলা থেকে টিকিট কাটতে আসা ঢাকায় তিতুমীর কলেজের অনার্স শেষ বর্ষের ছাত্র জহির রায়হানের সঙ্গে। তিনি আজকের পত্রিকাকে জানান, গত রোববার সকালে ‘সহজ’-এর ওয়েবসাইট থেকে সান্তাহার থেকে ঢাকা যাওয়ার জন্য দ্রুত ট্রেনের দুটি চেয়ার কোচের টিকিটের আবেদন করেন। ওয়েবসাইটে টাকা দেওয়ার পর ওটিপি নম্বর এলে তিনি সেটি নিশ্চিত করেন। এরপর ওয়েবসাইটটি বন্ধ হয়ে যায়। দীর্ঘ চেষ্টার পরও আর ওই ওয়েবসাইটে ঢুকতে পারেননি এবং কাঙ্ক্ষিত টিকিটও পাননি। পরে তিনি সহজের ১৬৩৭৪ নম্বরের হটলাইনে সহযোগিতা চাইলে তাঁকে কোনো প্রকার সহযোগিতা করা হয়নি।

আরেক ট্রেনযাত্রী শৈবাল ইসলাম বলেন, তিনিও গত সোমবার সকালে সহজের ওয়েবসাইট থেকে ঢাকা থেকে সান্তাহার জংশন স্টেশনে যাওয়ার জন্য ডেবিড কার্ডের মাধ্যমে ১ হাজার ৫২৪ টাকা দিয়ে একতা এক্সপ্রেস ট্রেনের (শীতাতপ নিয়ন্ত্রিত) দুটি স্নিগ্ধা টিকিটের জন্য আবেদন করেন। ওয়েবসাইটে টাকা প্রদানের পর ওটিপি নম্বর এলে তিনি সেটি নিশ্চিত করেন। এরপর থেকে ওয়েবসাইটটি বন্ধ হয়ে যায়। দীর্ঘ চেষ্টার পরও টিকিট পাননি।

আদমদীঘির ট্রেনযাত্রী মিহির কুমার বলেন, সহজের নতুন ই-টিকিট ওয়েবসাইটের সমস্যা লেগেই আছে। ওটিপি নম্বর আসে না। প্রোফাইল এডিট করার সুযোগ নেই। ওয়েবসাইটের ইন্টারফেস তেমন ভালো না। তাই তিনি সহজ ওয়েবসাইটটি নামে যেমন সহজ, তেমনি কাজেও সহজ করার দাবি জানিয়েছেন। যাতে করে যাত্রীরা ঘরে বসে সহজে অনলাইনে ট্রেনের টিকিট কাটতে পারেন।

এ বিষয়ে সহজের হটলাইনে যোগাযোগ করা হলে সেখানে সেবা বিভাগের একজন কর্মকর্তা বলেন, ওয়েবসাইটে ঢুকে ‘কন্টাক্ট আস’ নামের মেইলে ঢুকে সমস্যার বিষয় নিয়ে আবেদন করতে হবে। এসব সমস্যা সমাধানের বিষয়ে জানতে চাইলে সঠিক কোনো মন্তব্য করেনি তিনি।

নাম প্রকাশ না করার শর্তে টিকিট কাউন্টারের সহজের এক প্রতিনিধি বলেন, ‘টাকা কেটে নিয়ে টিকিট পাচ্ছে না এমন অভিযোগের কথা আমরাও শুনেছি এবং বিষয়টি নিয়ে আমরা চরম বিড়ম্বনায় রয়েছি।’

রেলওয়ের রাজশাহী অঞ্চলের মহাব্যবস্থাপক অসীম কুমারের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ